Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

২০ জুন

ফুলকুঁড়ি আসরের ষাণ্মাসিক শাখা প্রতিনিধি সমাবেশ’২৩ অনুষ্ঠিত

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের দিনব্যাপী ষাণ্মাসিক জাতীয় প্রতিনিধি সমাবেশ’২৩ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ জুন ঢাকার একটি মিলনায়তনে সারাদেশের শাখা পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে এই প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসরের প্রধান পরিচালক হুমায়ুন কবীরের পরিচালনায় ও সহকারী প্রধান পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই প্রতিনিধি সমাবেশে আলোর ভূবন, কেন্দ্রের ষাণ্মাসিক প্রতিবেদন উপস্থাপন, দক্ষ সংগঠকের ভূমিকা, কেন্দ্র অনুসারে শাখা গঠন ও পরিচালনা সহ বেশকিছু বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক আবরারুল হক।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর