Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

১৬ ফেব্রু

রংপুরে ৬ষ্ঠ রিজিওনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, রংপুরগত ১২-১৫ ফেব্রুয়ারি রংপুর ইনডোর স্টেডিয়ামে রংপুর ও দিনাজপুর অঞ্চলের ১০টি শাখার ১৬৭জন ডেলিগেট ও ২৭জন সংগঠক নিয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ক্যাম্পচিফ হিসেবে ায়িত্ব পালন করেন আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, ডেপুটি ক্যাম্পচিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, ফিল্ড ইনচার্জ হিসেবে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আল আমিন এবং ডেপুটি ফিল্ড ইনচার্জ হিসেবে ছিলেন কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক সুলতান মাহমু মুস্তাকিম।

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, রংপুরক্যাম্পের প্রথম দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। ক্যাম্পের তৃতীয়দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

 

 

 

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, রংপুরচতুর্থ ও সর্বশেষ দিন আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ হোসেন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, রংপুর মেডিকেল কমিউনিটি হাসপাতাল, রংপুর এবং সভাপতি, ফুলকুঁড়ি আসর, রংপুর মহানগরী।
ক্যাম্পে মাঠের কাজে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হয় ঠাকুরগাঁও জেলা শাখার সংগঠক তানভীর ইসলাম এবং শ্রেষ্ঠ ডেলিগেট মনোনীত হয় দিনাজপুর শহর শাখার অগ্রপথিক মো. আবিদ হোসেন।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর