Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

০৫ অক্টো

অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

০৪ অক্টোবর ২০২৫, রাজধানীর দোয়েল চত্বরে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী এ আয়োজন সকাল ৯:০০ ঘটিকায় উদ্বোধন হয়ে পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিকাল ৫:০০ ঘটিকায় শেষ হয়।

উক্ত আয়োজনে প্রারম্ভিক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদীন আজাদ।

সারাদেশ থেকে আগত ১৫শ এর অধিক শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, ১০ম জাতীয় শর্টফিল্ম ফেস্টিভাল, বৃক্ষরোপন, মাইন্ড ম্যারাথন সিজন-২, ৯ম জাতীয় দেয়ালিকা প্রতিযোগিতাসহ ভিন্ন ভিন্ন ১১টি প্রতিযোগিতায় ২৫০টির অধিক পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা আবৃত্তি, কোরিওগ্রাফি, থিম সং, নাটিকাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হয়।

উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Related Posts

Comments

There are comments on this post.

  1. মোঃ জিয়াদুল হক আফিফ

    অক্টোবর ৫, ২০২৫

    Reply

    প্রতিযোগিতায় অংশগ্রহণ এর পর যে কাগজটি দেয়া হয়েছিল তা হারিয়ে গেছে।এখন আগামীকাল কি অনুষ্ঠানে যাওয়া যাবে

  2. জমজম আইটি

    অক্টোবর ৫, ২০২৫

    Reply

    “Phulkuri-এর 51তম আয়োজন সত্যিই চমৎকার! প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের সৃজনশীলতা, সংস্কৃতি ও শিল্পকলার প্রদর্শনী এক অন্য মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানটি শুধু মজাদার নয়, বরং নতুন প্রজন্মকে একত্রিত করার এবং প্রতিভার উদযাপনের জন্য দারুণ প্ল্যাটফর্ম। পোস্টারটি খুবই আকর্ষণীয়, রঙ ও ডিজাইন মনোযোগ কাড়ছে। Phulkuri-এর এই উদ্যোগ আমাদের দেশের সাংস্কৃতিক সচেতনতা ও শিক্ষা ক্ষেত্রে এক অনন্য অবদান রাখছে। সবাইকে এই আয়োজনের অংশ হতে দেখে সত্যিই আনন্দ হচ্ছে। আশা করি ভবিষ্যতেও এই ধরণের আয়োজন আরও বড় ও সফল হবে। অনেক শুভকামনায়” জমজম আইটি।

Leave a Reply to মোঃ জিয়াদুল হক আফিফ Cancel reply

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর