ঢাকায় ৪৫তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা উত্তর রিজিওন কর্তৃক ৪৫তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প, ঢাকা আয়োজিত হয়। কলাতিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৪-১৭ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ১০টি শাখার মোট ১৮৫জন ডেলিগেট অংশগ্রহণ করে।
ক্যাম্পে ক্যাম্পচিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, ডেপুটি ক্যাম্পচিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, ফিল্ড ইনচার্জ হিসেবে কেন্দ্রীয় অফিস সম্পাদক আফনান সাদিক এবং ডেপুটি ফিল্ড ইনচার্জ হিসেবে ছিলেন শতদল শাখার সহকারী পরিচালক মো. হাবিবুল্লাহ।
ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার উপদেষ্টা সভাপতি প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেক। আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী ঝিঙেফুল শাখার উপদেষ্টা সহ-সভাপতি কর্নেল আশরাফ উদ্দিন, প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তাজা।
সমাপনী অধিবেশনের আনুষ্ঠানিক কুচকাওয়াজে অতিথি হিসেবে স্যালুট গ্রহণ করেন মাসিক ফুলকুঁড়ির প্রথম সম্পাদক মাসুদ আলী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফখরুল ইসলাম, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।
ক্যাম্পে মাঠের কাজের শ্রেষ্ঠ হয় ময়মনসিংহ মহানগরীর ফুলকুঁড়ি মোবাশ্বির এবং শ্রেষ্ঠ ডেলিগেট হিসেবে পুরষ্কৃত হয় গাজীপুর মহানগরীর অগ্রপথিক নাবিল মুহান্নাদ।