Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

০৮ ফেব্রু

চট্টগ্রামে ২১তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, চট্টগ্রামজাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম রিজিওনের ২১তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৪-৭ ফেব্রুয়ারি ৪দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ১০টি শাখার মোট ১৩৮ জন ডেলিগেট অংশগ্রহণ করে।

ক্যাম্পে ক্যাম্পচিফ হিসেবে ছিলেন আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম। ডেপুটি ক্যাম্পচিফ হিসেবে ছিলেন আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। ফিল্ড ইনচার্জ হিসেবে কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আল আমিন এবং ডেপুটি ফিল্ড ইনচার্জ হিসেবে চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখার সংগঠক মোহাম্মদ মিশকাত উদ্দীন দায়িত্ব পালন করেন।

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, চট্টগ্রামউক্ত ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাহাড়িকা শাখার প্রাক্তন উপদেষ্টা সভাপতি প্রফেসর শফিকুর রহমান, গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুল আলম।

 

 

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, চট্টগ্রামচতুর্থ দিবসে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে স্যালুট গ্রহণ করেন চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার উপদেষ্টা সভাপতি ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন কমল।
ক্যাম্পে মাঠের কাজে শ্রেষ্ঠ হয় চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখার চৌকস ফুলকুঁড়ি কাজী আব্দুর রহমান আবিদ এবং শ্রেষ্ঠ ডেলিগেট হিসেবে পুরস্কৃত হয় চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখার অগ্রপথিক মোহাম্মদ জাওয়াদ উদ্দীন।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর