ফুলকুঁড়ি আসর ঢাকা অঞ্চলের ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা অঞ্চলের ফুলকুঁড়ি ও সংগঠকদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর অদূরে সী-শেল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক অ্যাড. অলী ইব্রাহীম, আবরারুল হক, হুমায়ুন কবির, আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম ও সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।
কুঁড়িদের অংশগ্রহণ, বড়োদের কথা ও স্মৃতিচারণের মুখরিত হয়ে ওঠে ঈদ পুনর্মিলনীর অংশ। সকলে একত্রে দুপুরের খাবার গ্রহণ, নতুন বন্ধু তৈরি ও গ্রুপ ছবি তোলায় কুঁড়িদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
ফুটবল টুর্নামেন্টে প্রথমত নক আউট এবং পরবর্তীতে গ্রুপ ভিত্তিক খেলার সুযোগ পায় দলগুলো। টুর্নামেন্টে ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা এবং নরসিংদী জেলা শাখা যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
সারাদিনব্যাপী এই আয়োজনে কুঁড়ি ও সংগঠকদের অংশগ্রহণে মুখরিত ছিলো পুরো আঙ্গিনা। সারাদিনের আয়োজনের পরেও শেষ বেলায় কুঁড়িদের চোখে ছিলো সকলের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার প্রশান্তির ছোঁয়া।