অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের ষাণ্মাসিক জাতীয় প্রতিনিধি সমাবেশ ২০২৫
২৬ জুলাই (শনিবার) ঢাকার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ষাণ্মাসিক “জাতীয় প্রতিনিধি সমাবেশ’২৫“। দিনব্যাপী এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা সভাপতি (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন আজাদ।
নব মনোনীত প্রধান পরিচালক মুজাহিদুল ইসলামের পরিচালনায় ও সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তাজা, এসএম মিজানুর রহমান, হুমায়ুন কবীর ও সাইফুল ইসলাম।
দেশজুড়ে বিস্তৃত ফুলকুঁড়ি আসরের বিভিন্ন শাখা। সারাদেশ থেকে আগত শাখাসমূহের পরিচালক এবং সহকারী পরিচালকগণ উক্ত প্রতিনিধি সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের বিভিন্ন দিক, কাজের ধরন, আদর্শ শিশু সংগঠক, চৌকস লোকবল তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি সমাবেশে ফুলকুঁড়ি আসরের বিগত ৬মাসের প্রতিবেদন উপস্থাপন এবং বাকি ৬মাসের কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়।
উল্লেখ্য, এই সমাবেশে আসরের সুবর্ণজয়ন্তী স্মারকের মোড়ক উম্মোচন করা হয়।