Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

২৬ এপ্রি

অনুষ্ঠিত হলো মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জাতীয় নাগরিক স্মরণ সভা

২৬ এপ্রিল ২০২৫, রোজ শনিবার, বেলা ৩ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জাতীয় নাগরিক স্মরণ সভা আয়োজিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি মো. রেজাউল হক ও মাননীয় বিচারপতি এস এম এমদাদুল হক। এছাড়াও অতিথি হিসেবে আইনজীবী, ইঞ্জিনিয়ার, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যরিস্টার জমির উদ্দিন সরকার।

মরহুম বিচারপতি আবদুর রউফ স্মরণে জাতীয় নাগরিক স্মরণসভা
 মরহুম বিচারপতি আবদুর রউফ স্মরণে জাতীয় নাগরিক স্মরণসভায় উপস্থিত অতিথিবৃন্দ

একই স্থানে বিকেল ৫.৩০ এ মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। ফুলকুঁড়ি আসরের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি জয়নুল আবেদীন আজাদের সভাপতিত্বে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

উল্লেখ্য যে, গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ইন্তেকাল করেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় শিশু সংগঠন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি, হামদর্দ ট্রাষ্টি বোর্ড ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর