ফুলকুঁড়ি আসরের ষাণ্মাসিক শাখা প্রতিনিধি সমাবেশ’২৩ অনুষ্ঠিত
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের দিনব্যাপী ষাণ্মাসিক জাতীয় প্রতিনিধি সমাবেশ’২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জুন ঢাকার একটি মিলনায়তনে সারাদেশের শাখা পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে এই প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আসরের প্রধান পরিচালক হুমায়ুন কবীরের পরিচালনায় ও সহকারী প্রধান পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী এই প্রতিনিধি সমাবেশে আলোর ভূবন, কেন্দ্রের ষাণ্মাসিক প্রতিবেদন উপস্থাপন, দক্ষ সংগঠকের ভূমিকা, কেন্দ্র অনুসারে শাখা গঠন ও পরিচালনা সহ বেশকিছু বিষয়ে সেশন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক আবরারুল হক।