ঢাকায় ৪৪তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা দক্ষিণ অঞ্চলের উদ্যোগে আয়োজিত হয় ৪৪ তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প ২০২৫, ঢাকা। গত ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪দিনব্যাপী ক্যাম্পটি ঢাকার অদূরে কেরাণীগঞ্জের ‘চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়’-এ অনুষ্ঠিত হয়।
উক্ত রিজিওনাল ক্যাম্পে ঢাকা ও সিলেট অঞ্চলের ৭টি শাখার মোট ১৮৮ জন ডেলিগেট অংশগ্রহণ করে।
ক্যাম্পে ক্যাম্পচিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, ডেপুটি ক্যাম্পচিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, ফিল্ড ইনচার্জ হিসেবে ছিলেন আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ছাব্বির আহমেদ রাফি এবং ডেপুটি ফিল্ড ইনচার্জ হিসেবে ছিলেন আসরের কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক সুলতান মাহমুদ মুস্তাকিম।
ক্যাম্পের প্রথম দিবসে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা এ.কে.এম. বদরুদ্দোজা। চতুর্থ দিবসে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে স্যালুট গ্রহণ করেন ফুলকুঁড়ি সংগীত-এর রচয়িতা ও ফুলকুঁড়ি পত্রিকার প্রথম সম্পাদক মাসুদ আলী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তাজা, এম এ কে শাহীন চৌধুরী, হুমায়ুন কবির ও প্রাক্তন সহকারী প্রধান পরিচালক নাসির আহমেদ ফয়সাল।
ক্যাম্পে মাঠের কাজে শ্রেষ্ঠত্বের পুরষ্কার গ্রহণ করে কেরাণীগঞ্জ শাখার ফুলকুঁড়ি আব্দুল্লাহ আল ওয়াহাব। শ্রেষ্ঠ ডেলিগেট হিসেবে পুরষ্কৃত হয় ঢাকা মহানগরী দিশারী শাখার বন্ধু অগ্রপথিক জারিফ আব্দুল্লাহ।