Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

২৩ ফেব্রু

খুলনায় ২২তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, খুলনাজাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর এবং বরিশাল রিজিওনের সমন্বয়ে খুলনা রিজিওনে আয়োজিত হয় ২২তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প ২০২৫। ১৯-২২ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী ২১৭জন ডেলিগেট নিয়ে খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ক্যাম্পচিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, ডেপুটি ক্যাম্পচিফের দায়িত্ব পালন করেন আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, ফিল্ড ইনচার্জ হিসেবে ছিলেন কেন্দ্রীয় সিএসডি সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান এবং ডেপুটি ফিল্ড ইনচার্জ ছিলেন কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক সুলতান মাহমুদ মুস্তাকিম।

ক্যাম্পের প্রথম দিবসে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর উপদেষ্টা সভাপতি প্রফেসর ড. মো. শাহ আলম, উপদেষ্টা সহসভাপতি প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস ও অ্যাড. শেখ অলিউল ইসলাম।

রিজিওনাল লিডারশীপ ক্যাম্প, খুলনাসমাপনী দিবসে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে স্যালুট গ্রহণ করেন মোহাম্মদ সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ খুলনা। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বাদশা খান।
৪ দিনব্যাপী রিজিওনাল ক্যাম্পে মাঠের কাজে শ্রেষ্ঠ পুরষ্কার গ্রহণ করে শরীয়তপুর শাখার অগ্রপথিক কে এম তারিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডেলিগেট হিসেবে পুরষ্কার গ্রহণ করে খুলনা মহানগরীর অগ্রপথিক শেখ শাকিল আহমেদ।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর