Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর

Blog Single

২৯ ডিসে

রাজশাহীতে ২০তম ও কুমিল্লায় ২য় রিজিওনাল লিডারশীপ ক্যাম্প অনুষ্ঠিত


আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

“নিজকে গড়ার মন্ত্র সাথে, গড়বো নতুন স্বদেশটাকে”এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের রাজশাহী রিজিওন এর চার দিনব্যাপী ২০তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্প সম্পন্ন হয়েছে। রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সুবর্ণজয়ন্তী ক্যাম্পে রাজশাহী ও বগুড়া অঞ্চলের ১১টি শাখার মোট ১৮৯ জন ডেলিগেট অংশগ্রহণ করেন।

মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পের ছয়টি রেজিমেন্ট-এর নাম ছয়জন বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়।
২১ ডিসেম্বর এ ক্যাম্পের সমাপনী দিবসে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এম আরিফুল হক এবং স্টাফ অফিসার টু-পুলিশ কমিশনার মো. আল আসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। আসরের প্রাক্তন প্রধান পরিচালক ডা. শেখ মাসুদুর রহমান রাজু, প্রাক্তন প্রধান পরিচালক এম এ কে শাহীন চৌধুরী এবং আসরের প্রধান পরিচালক ও ক্যাম্পের ক্যাম্পচিফ সাইফুল ইসলাম।
২০তম রিজিওনাল লিডারশিপ ক্যাম্পের আনুষ্ঠানিক কুচকাওয়াজে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টামণ্ডলীর সভাপতি এডভোকেট মজিজুল হক।

 

এছাড়াও, কুমিল্লা রিজিওন-এর চার দিনব্যাপী ২য় রিজিওনাল লিডারশিপ ক্যাম্প ২০২৪ ২৫ থেকে ২৮ ডিসেম্বর কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়। এই সুবর্ণজয়ন্তী ক্যাম্পে কুমিল্লা, সিলেট ও নোয়াখালী অঞ্চলের ০৮ টি শাখার মোট ৮৮ জন ডেলিগেট অংশগ্রহণ করে।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্যাম্পের চারটি রেজিমেন্ট-এর নাম চারজন বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হয়।

 

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরীর উপদেষ্টা সভাপতি ডা. এন এম শাহজাহান। ডিরেক্টর, কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লি. এবং সভাপতি, হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ।
প্রেজেন্টেশন ও আলোর ভুবনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট, এম এ কে শাহীন চৌধুরী, আবরারুল হক ও হুমায়ুন কবীর।
শিশু পার্লামেন্টের স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান পরিচালক এ্যাডভোকেট অলি ইব্রাহিম। সমাপনী অধিবেশনে অতিথিদের মধ্যে ছিলেন- ডা. এন এম শাহজাহান- সভাপতি, ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী। ডা. সফিকুর রহমান  পাটোয়ারী- সহ-সভাপতি, ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী, অধ্যক্ষ, সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ- সহ-সভাপতি, ফুলকুঁড়ি আসর, ব্যবস্থাপনা পরিচালক, সেন্ট্রাল মেডিকেল কলেজ হসপিটাল।
আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান- কোষাধ্যক্ষ, ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী, ব্যবস্থাপনা পরিচালক, মডার্ন হসপিটাল।
ডা. ফজলুর রহমান মজুমদার- উপদেষ্টা, ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী, ডিরেক্টর, কুমিল্লা মেডিকেল সেন্টার।
ডা. মোহাম্মদ বেলাল- উপদেষ্টা, ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী, ডিরেক্টর, কুমিল্লা মেডিকেল সেন্টার।
ডা. জাহাঙ্গীর আলম মজুমদার- উপাধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল।
ডা. কামাল উদ্দিন- উপদেষ্টা, ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী।
আহসান হাবীব- সাবেক সহকারী পরিচালক, ফুলকুঁড়ি আসর কুমিল্লা মহানগরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা।
সাইফুল ইসলাম- প্রধান শিক্ষক, হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়।
রাশেদা আক্তার- সহকারী প্রধান শিক্ষিকা, হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন আসরের প্রধান পরিচালক ও ক্যাম্পচিফ সাইফুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে জাতীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী প্রজন্মের নেতৃত্বের গুণাবলি বিকাশে ফুলকুঁড়ি আসরের অবদানের প্রশংসা করেন।

উল্লেখ্য, ৪দিনের এই ক্যাম্প সমূহে শরীরচর্চা ও মাঠের কাজ, হাতে কলমে শিখি, আলোর ভুবন, প্রেজেন্টেশন, মেধা যাচাই, সিভিল ডিফেন্স প্রশিক্ষণ, ফুলকুঁড়ি গেমস প্রতিযোগিতা এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

Related Posts

Leave A Comment

Phulkuri Ashar | ফুলকুঁড়ি আসর