২০
অক্টো
শতদলের খাবার বিতরণ কর্মসূচি
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৫শে সেপ্টেম্বর, উত্তরা সেক্টর-৮ এর রেলগেট এ ৫০ জন শিশুদের মাঝে ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখার উদ্যোগে ‘শিশুদের মাঝে খাবার বিতরণ’ কর্মসূচি পালিত হয়।
শাখা সহকারী পরিচালক এস এম শওকত আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের সহকারী প্রধান পরিচালক আবরারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতদল শাখার তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় অফিস সম্পাদক হুমায়ুন কবির হিমু, কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী শতদল শাখার পরিচালক ছাব্বির আহমেদ রাফি
এবং শাখার প্রাক্তন পরিচালক মাহফুজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন দুর্জয় অঞ্চলের অঞ্চল পরিচালক তানভীর আল হাসান ও আসর তত্ত্বাবধায়ক জিয়াম কাদের সহ আরো অনেকেই।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা শিশুদের সত্যবাদী হওয়া, বড়দের সম্মান করা ও বাবা-মার স্বপ্নপূরণে ভালোভাবে পড়ালেখা করার আহ্বান জানান।