বন্যার্ত শিশুদের পাশে ফুলকুঁড়ি আসর
‘দুর্যোগে শিশুরা সবার আগে ত্রান পাবে’
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে বন্যার্ত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে প্রায় একহাজার পাঁচশত জনের মাঝে খাবার বিতরন করা হয়।
‘বন্যার্ত শিশুদের পাশে ফুলকুঁড়ি আসর’ নামে আয়োজিত এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম।
কুমিল্লা মহানগরী ও লক্ষীপুর শহর শাখার সংগঠক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় এ কর্মসূচী বাস্তবায়িত হয়।
উল্লেখ্য, কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে বাংলাদেশের ১১টি জেলায় ৭৪ টি উপজেলার মোট ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন।