২৯
মার্চ
অভিযাত্রীর খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী অভিযাত্রী করনার জন্য উপার্জনহীন অসহায় শিশুদের পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেছে । এসময় উপস্থিত ছিলেন অভিযাত্রী পরিচালক ও কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য হাসান ফয়জুল্লাহ, প্রধান শিক্ষক এম হালিম, অগ্রপথিক রিফাত হোসেন ।
প্রতি প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, লবন । প্রাথমিক পর্যায়ে ৪৫ টি পরিবারে বিতরন করা হয় এবং পরর্তিতে এই কর্মসুচি আরো চলবে বলে পরিচালক সুত্রে জানা যায়।